Thursday, January 15

সচিবালয়ে লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তারের নির্দেশ


ঢাকা: সচিবালয়ে সরকার বিরোধী লিফলেট বিতরণকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফ্যাক্সযোগে সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে কারা এই লিফলেট তৈরি করেছে, কারা বিতরণ করেছে, তা খুঁজে বের করার নির্দেশও দেয়া হয়। এছাড়া সচিবালয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশনাও দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার জনতার কাতারে শামিল হয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চলমান সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে সচিবালয়ে ‘জাগো জনতা জাগো’ শিরোনামে লিফলেট বিতরণ করা হয়েছে। সচিবালয় জুড়ে ওই লিফলেট দেখা গেলেও কে বা কারা তা বিতরণ করেছে নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়