কানাইঘাট নিউজ ডেস্ক:
পৃথিবীর আকর্ষণীয় কর্মস্থলগুলোর মধ্যে অন্যতম গুগল। প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে যারা ক্যারিয়ার গড়তে চান তাদের জন্যে গুগলের চাকরি সোনার হরিণ হাতে পাওয়ার চেয়ে কোনো অংশে কম নয়।
গুগলে শিক্ষানবীশ হিসেবে যোগদান করলেও আপনার বেতন ৭০ হাজার থেকে ৯০ হাজার ডলারের কম হবে না। গুগলে সফটওয়্যার ইজ্ঞিনিয়ারের বেতন এক লাখ ১৮ হাজার ডলার এবং সিনিয়র সফটওয়্যার ইজ্ঞিনিয়ারের বেতন এক লাখ ৫২ হাজার ৯৮৫ ডলার। কিন্তু এতো লোভনীয় চাকরি পাওয়া তো আর চারটিখানি কথা নয়।
গুগলে প্রতি বছর আড়াইলাখ চাকরির আবেদন গ্রহন করে। এত্তো আবেদনের মধ্যে প্রতি বছর মাত্র চার হাজার কর্মী নিয়োগ দেয় সার্চ ইঞ্জিন গুগল।
গুগলের শিক্ষা বিশেষজ্ঞ দল প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার ক্ষেত্রে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন। এই দিকনির্দেশনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা নিজেদের প্রকৃতরূপে গড়ে তুলতে পারবে। এর মধ্যে প্রথমেই কম্পিউটার বিজ্ঞান সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে।
গুগলে চাকরির দ্বিতীয় শর্ত হল কোডিং এর বিষয়গুলো ভালভাবে আয়ত্ব করা। এদের মধ্যে রয়েছে সি++, জাভা অথবা পাইথন।
শুধু কোডগুলো জানলেই হবেনা এদের ব্যবহারও জানতে হবে। কারণ গুগলে কাজ করতে হলে বাগ ধরতে হবে, কোড টেস্টিং করতে হবে এবং সফটওয়্যার ভাঙ্গতে জানতে হবে।
এর পাশাপাশি গনিত সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে এবং গনিতের সঙ্গে কম্পিউটারের সংযোগ স্থাপন করতে জানতে হবে।
অপারেটিং সিস্টেম সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকা গুগলে চাকরি পাওয়ার জন্য অপরিহার্য।
জেনে রাখা প্রয়োজন, গুগল রোবট পছন্দ করে। সুতরাং কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ধারণা থাকা খুব জরুরী।
গুগলে চাকরি পেতে তথ্য-উপাত্ত সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। অপর গুরুত্বপূর্ণ কাজটি হল সাইবার সিকিউরিটি সম্পর্কে স্পষ্ট ধারণা।
একই সাথে সামন্তরাল প্রোগামিং সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য। কারণ এই প্রোগামের সাহায্যে লক্ষাধিক গণনা খুব সহজেই করা সম্ভব এবং এটা জানা অনেক শক্তিশালী একটি ব্যাপার।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
ফিচার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়