ঢাকা: অবরোধে বোমা হামলায় গুরুতর আহত ফেনীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এ চেক হস্তান্তর করেন। এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য আব্দুল কাদির মিয়াকে আজ ভারতের হায়দরাবাদে পাঠানো হচ্ছে।
গত ৯ জানুয়ারি ফেনী জেলায় কর্তব্যরত ম্যাজিস্ট্রেট আব্দুল কাদির মিয়া, রাশেদুর রহমান ও শিহাব উদ্দিন আহমদের ওপর বোমা হামলা করা হয়। এ সময় আব্দুল কাদির মিয়ার চোখ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়।
চেক হস্তান্তরের সময় অন্যান্যের মধ্যে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোঃ সোহরাব হুসাইন এবং বিসিএস এ্যাডমিনিস্ট্রেটিভ এসোসিয়েশনের মহাসচিব মোঃ মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়