Friday, January 2

রাজধানীর কদমতলীতে ট্রাক খাদে নিহত ২


ঢাকা: রাজধানীর কদমতলীর জিয়া সরণীতে ইট ভাঙ্গার একটি গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে গেলে ছয় শ্রমিক আহত হয়।এদের মধ্যে দুই জনের অবস্থা ছিল আশংকাজনক। পরে তাদেরকে হাসপাতালে নেয়ার পর দুই জনকে মৃত ঘোষণা করে ডাক্তাররা।কদমতলীর নামাশ্যামপুর শহীদ মুক্তার হোসেন রোডে শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হুনুফা আক্তার (৩৫) ও নজরুল ইসলাম (৪৫)। কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, ইট ভাঙার মেশিনের গাড়িটি নিয়ে যাওয়ার সময় শহীদ মুক্তার হোসেন রোড এলাকায় গাড়িটি খাদে পড়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা ৬ শ্রমিক আহত হন। এর মধ্যে দুই শ্রমিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়