Monday, January 26

কানাইঘাটে এক ব্যক্তির রহস্য জনক মৃত্যু


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আপন ভাই ও ভাতিজাদের হাতে মঈন উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে মঈন উদ্দিনের মৃত্যু নিয়ে পরস্পর বিরোধী খবর পাওয়া গেছে। জানা যায়, আজ সোমবার সকাল ৮টার দিকে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে উপজেলার ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপির দক্ষিণ খালপাড় গ্রামের মৃত আব্দুল লতিফের পুত্র মঈন উদ্দিন (৫০) এর সাথে তার আপন তিন সহোদর ভাই নুর উদ্দিন (৬০), জমির উদ্দিন (৫৫), ও আতাব উদ্দিন (৪৫)’র কথা কাটাকাটি ও মারপিঠের ঘটনা ঘটলে ঘটনাস্থল নিজ বসত বাড়ীতে মৃত্যুর কোলে ঢলে পড়েন মঈন উদ্দিন। হার্ট এটাকে মঈন উদ্দিনের মৃত্যু হয়েছে দাফন কাপনের প্রস্তুতি নেওয়া হলে বেকে বসেন তার শ্বশুড় বাড়ী ও গ্রামের কিছু লোকজন। তারা লাশ দাফনে বাধা প্রদান করেন। একপর্যায়ে সন্ধ্যা ৭টার দিকে নিহতের কয়েকজন স্বজন বিষয়টি কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীকে অবহিত করলে তিনি রাতেই ঘটনাস্থলে পৌছে মঈন উদ্দিনের লাশ উদ্ধার করে পোস্ট মেডামের জন্য সিলেট ওসমানী কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে ওসি আব্দুল আউয়াল চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি কানাইঘাট নিউজকে বলেন, মঈন উদ্দিনের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সকালে তার ভাইদের সাথে ঝগড়া ঝাটি হয়েছিল। হার্ট এ্যাটাকে তার মৃত্যু হতে পারে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কি কারনে তিনি মারা গেছেন তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়