দিনাজপুর: জেলার পার্বতীপুরে জমির বিরোধের জেরে আদিবাসীদের তীরে প্রাণ গেলো বাঙালি যুবকের। তারা নাম সোহাগ (২৭)। এ ঘটনায় তার পিতা জহুরুল (৫০) মারাত্মক আহত হয়েছেন। তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরািএদিকে সংঘর্ষের পর উপজেলার হাবিবপুর গ্রামে সাঁওতালদের ৬০ থেকে ৭০টি বাড়িতে ভাংচুর ও লুটপাট করা হয়েছে
শনিবার সকালে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের হব্বিতপুর চিড়াকুঠি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে আদিবাসীদের বাড়ি-ঘরে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পার্বতীপুর থানার ওসি মাহমুদুল আলম জানান, পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের হব্বিতপুর চিড়াকুঠি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে আদিবাসীদের সঙ্গে জহিরুল ইসলামের সংঘর্ষ বাঁধে। এ সময় আদিবাসীদের ছোড়া তীরের আঘাতে জহিরুল আহত হলেও ঘটনাস্থলেই মারা যায় তার ছেলে সোহাগ (২৪)। আহত জহুরুলকে (৫০) মুমূর্ষ অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে আদিবাসীদের বাড়ি-ঘরে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি এখনো থমথমে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের হব্বিতপুর চিড়াকুঠি গ্রামে ১৪ একর জমি নিয়ে আদিবাসী মানিক টুডুর ছেলে হাবিল,বড়ুয়া ও বারনা সাথে জহিরুল ও জিয়াউলের দীর্ঘ ২৫ বছর ধরে বিরোধ চলছিল। এ ঘটনায় সকালে ওই জমি বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়