কানাইঘাট নিউজ ডেস্ক:
মালালা ইউসুফজাইয়ের ডাকে সাড়া দিলেন আমির খান সহ একাধিক বলিস্টার। ‘অ্যাকশন-২০১৫’ নাম দিয়ে মালালা শুরু করেছেন একটি ক্যাম্পেইন। গত বছরের ১০ ডিসেম্বর নোবেল পুরস্কারের মঞ্চ থেকে এই পরিকল্পনার কথা ঘোষণা দিয়েছিলেন তিনি।
সেখানে পরিবেশ রক্ষা, দারিদ্র্য দূরীকরণ ও অসাম্যের বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দেন তিনি। আন্তর্জাতিক এই ক্যাম্পেইনে সোশ্যাল মিডিয়ায় বিশেষ প্রচার শুরু করা হয়েছে।
মালালার এই ডাকে সাড়া দিয়েছেন আমির খান। যোগ দিয়েছেন অক্ষয় কুমার, সোনম কাপুর, মালাইকা অরোরা খান সহ আরও অনেকেই। বলি অভিনেতা ছাড়াও নানা জগতের বিশিষ্টরাও সামিল হয়েছেন এই প্রয়াসে।
এর মধ্যে এক ধাপ এগিয়ে আমির একটি খোলা চিঠি লিখেছেন। সেখানে ঠিক এই বিষয়গুলির প্রতিই আলোকপাত করেছেন তিনি। জোর দিয়েছেন দেশীয় প্রেক্ষিতের উপর। সকলে মিলে একজোট হলে এক প্রজন্মের মধ্যেই যে পৃথিবীর বুক থেকে এই অভিশাপগুলোকে দূর করা যায়, এই বিশ্বাস রাখেন মালালা। ছোট্ট মালালার আশা, স্বপ্ন দেখাচ্ছে বিনোদন পাড়ার অধিবাসীদেরও।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়