ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শাসমুজ্জামান দুদুকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানীর মিরপুর থেকে আজ রবিবার সন্ধ্যার পর তাকে গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।
ঘটনার সত্যতা স্বীকার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার শেখ নাজমুল আলম ঢাকাটাইমস টোয়েন্টিফোরডটকমকে বলেন, মিরপুর থানার ওসি সালাহউদ্দিন বিএনপি নেতা দুদুকে গ্রেপ্তার করে।
থানা হাজতে রাখার জায়গা না থাকায় তাকে রাজধানীর মিন্টোরোডে ডিবি কার্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। তবে কি অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়