ঢাকা: রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম আবুল কালাম আজাদ (৪৫)। সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নিহতের স্ত্রী শাহীনুর বেগম তার লাশ সনাক্ত করেন।
নিহতের স্ত্রী শাহীনুর জানান, তাকে নিয়ে স্বামী আজাদ গাজীপুরে টঙ্গীর এরশাদ নগর সংলগ্ন টাংকির টেক এলাকায় থাকতেন। তার আগে থাকতেন রাজধানীর মিরপুরের ৭ নম্বর সেকশনের ঝিলপাড়ে।
তিনি জানান, আজাদ পেশায় প্রাইভেটকার চালক। দুই মাস আগে তিনি কারাগার থেকে মুক্ত হন। তার নামে চুরি-ডাকাতির অভিযোগে তিন/চারটি মামলা ছিল। গত ১৬ ডিসেম্বর ঘর থেকে বের হয় আজাদ। স্ত্রীর সঙ্গে ফোনে শেষ কথা হয় গত ২১ ডিসেম্বর সকালে। এরপর থেকে তার পাওয়া যাচ্ছে না।
গত শনিবার রাতে রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহতের খবর প্রচার হয় গণমাধ্যমে। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশে র্যাব সদস্যদের সঙ্গে এ ঘটনা ঘটে। পরদিন রবিবার ভোর ৪টার দিকে রামপুরা থানা পুলিশ তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহত আবুল কালাম আজাদ ভোলা সদর থানার বাপ্তা ইউনিয়নের মো. খোরশেদ আলমের ছেলে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়