Wednesday, January 21

বিগ ব্যাশে জিতেছে মেলবোর্ন স্টারস


ক্রীড়া ডেস্ক,কানাইঘাট নিউজ: ঢাকা: অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট বিগ ব্যাশ লীগ ২০১৪-১৫ আসরের আজকের ম্যাচে পার্থ স্কোরচার্সকে ৩ উইকেটে হারিয়েছে মেলবোর্ন স্টারস। বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পার্থ স্কোরচার্স। ব্যাটে নেমে শন মার্শের ৭৯ ও মাইকেল কলিঙ্গারের ৭১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে তারা। পরে মেলবোর্ন স্টারস ১৮০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সাত উইকেট হারিয়ে (১৮২ রান) জয়ের বন্দরে পৌঁছে যায়। মেলবোর্নের পক্ষে পিটার হ্যান্ডসকম্ব ৬৪ বলে অপরাজিত ১০৩ রান করেন। তাছাড়া দলের পক্ষে আর কেউ বড় অবদান রাখতে পারেনি। তার এই অবদানের কারণে তাকে প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়েছে। বুধবারের ম্যাচটি উভয় দলেরই প্রথম রাউন্ডের শেষ ম্যাচ ছিল। পয়েন্ট টেবিলে উভয় দলেরই পয়েন্ট ১০। মোট ৮ দলের মধ্যে পার্থ স্কোরচার্স ও মেলবোর্ন স্টারসের অবস্থান যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়। আগামীকাল প্রথম রাউন্ডের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এ ম্যাচে সিডনি সিক্সার্সের বিপরীতে লড়বে সিডনি থান্ডার। এ দু’দলের পয়েন্ট যথাক্রমে ৮ ও ৫।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়