ঢাকা:খালেদা জিয়ার ভুল সিদ্ধান্তের কারণে দলের ক্ষুব্ধ নেতা-কর্মীরা এবং তার লালিত জঙ্গিরা বিএনপি চেয়ারপারসনের উপর হামলা হতে পারে এমন গোয়েন্দা তথ্য সরকারের কাছে আছে বলেই তাঁর নিরাপত্তার জন্য বিএনপি কার্যালয়ে পুলিশি উপস্থিতি বাড়ানো হয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ নেতারা।
আ’লীগের নেতারা অন্তত এমনটিই মনে করছেন। ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
আলোচনায় সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, গতকাল মধ্যরাতে বেগম খালেদা জিয়া নয়াপল্টনে আসতে চেয়েছিলেন। তাই রিজভীকে দেখতে আসার নাটক সাজিয়েছিলেন। প্রকৃতপক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে এসে সমস্ত ঢাকা শহরের সন্ত্রাসীদের জোড়ে করতে চেয়েছিলেন। দুটি কারণে তাকে বারণ করা হয়েছে। এক, তিনি তাঁর জঙ্গিগোষ্ঠি দিয়ে আক্রমণ করিয়ে একটা নাটক করবেন।
দুই, সন্ত্রাসীদের জড়ো করে সারা ঢাকায় ত্রাস চালাবেন। এজন্য তাকে নিজস্ব বাসভবনে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এসময় তিনি বলেন, সাবেক বিরোধীদলীয় নেতা হিসেবে তার নিরাপত্তা জোরদার করার দায়িত্ব সরকারের। এ দায়িত্ব থেকেও নিরাপত্তার স্বার্থে তার কার্যালয়ে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নিরাপত্তার জন্যই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসা পুলিশ ঘেরাও করেছে। আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে, তার (খালেদা) সৃষ্ট জঙ্গি দ্বারা তিনি আক্রান্ত হতে পারেন, এজন্য তার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিএনপির ক্ষুব্ধ কর্মীরাও খালেদার উপর হামলা করে একটা অরাজক পরিবেশ তৈরি করতে পারে বলে আশঙ্কা কামরুলের।
কামরুল ইসলাম বলেন, আজকে যারা গণতন্ত্রের হত্যাদিবস পালন করতে চায়, নৈরাজ্য-নাশকতা-সন্ত্রাস করতে চায়। বাংলাদেশে কোনো অবস্থাতেই ২০১৩ সালের মত পরিস্থিতি করতে দেওয়া হবে না। এটা পরিস্কার ও আমাদের অঙ্গিকার। যতই হুঙ্কার দেন, আপনাদের শক্তি আমাদের জানা আছে
সাংবাদিকরা ভীতিকর পরিবেশ তৈরি করছে অভিযোগ করে খাদ্যমন্ত্রী কামরুল বলেন, সাংবাদিকরা মিডিয়ায় নিউজ করে, টকশোতে কথা বলে ভিতিকর পরিবেশ তৈরি করছে। আমি অনুরোধ করবো, দয়া করে আপনারা এমন পরিবেশ তৈরি করবেন না।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জোটের আরেক সহ-সভাপতি এটিএম শামছুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু, জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়