Sunday, January 25

দুপুরে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-দ.আফ্রিকা


ক্রীড়া ডেস্ক, কানাইঘাট নিউজ: পোর্ট এলিজাবেথে চতুর্থ ওয়ানডেতে আজ আবারও সফরকারী ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিতেই জিতে ইতিমধ্যে ৩-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে এবি ডি ভিলিয়ার্সরা। তাই ঘরের মাঠে ক্রিস গেইলদের হোয়াইট ওয়াশ করার মোক্ষম সুযোগ আছে তাদের হাতে। অন্যদিকে ক্রিস গেইলদের জন্য বাকি দুইটা ম্যাচ শুধুই সম্মান বাঁচানোর লড়াই। দুইটার একটিতে জিততে পারলে অন্তত হোয়াইট ওয়াশ হওয়ার লজ্জা থেকে রেহাই পাবে সফরকারী দলটি। গত তিনটি ম্যাচে বলার মত কোন পারফরমেন্স দেখাতে পারেনি ক্যারিবিয়ানরা। যার ফলে একতরফাভাবে ম্যাচ গুলো জিতে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। রবিবারের এ ম্যাচে যথারীতি পুরোনো স্কোয়াড নিয়েই পোর্ট এলিজাবেথে চতুর্থ ওয়ানডেতে খেলতে নামছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। দু’দলে নেই তেমন কোন পরিবর্তন। দক্ষিণ আফ্রিকা স্কোয়াড(সম্ভাব্য): এবি ডি ভিলিয়ার্স(অধিনায়ক), হাশিম আমলা, কাইল অ্যাবোট, ফারহান বেহারদিন, জেপি ডুমিনি, ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, মরনি মরকেল, ওয়ায়েন পার্নেল, অ্যারোন পাঙ্গিসু, ভেরন ফিলান্ডার, রাইলি রোসু, ডেল স্টেইন ও মরনি ভ্যান উক। ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড(সম্ভাব্য): জেসন হোল্ডার, ক্রিস গেইল, ড্যারেন স্মিথ, মারলোন স্যামুয়েলস, লিন্ডসে সিমনস, দিনেশ রামদিন, ড্যারেন সামি, লিওন জনসন, সুলাইমান বিন, কার্লোস ব্রাথওয়েট, জনাথন কার্টার, সলড্রেন কটরেল, নারসিং ডিওনারিন, অ্যান্ড্রু রুসেল ও জিরম টেইলর।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়