Thursday, January 1

আলজাজিরার তিন সাংবাদিকের কারাদণ্ড বাতিল, পুনঃতদন্তের নির্দেশ


দেশের বাইরে: মিশরের আদালত আটককৃত তিন আলজাজিরার সাংবাদিকের কারাদণ্ডে রায় বাতিল করে এবং মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ওই তিন সাংবাদিক এক বছরের বেশি সময় ধরে মিশরের জেলে আটক রয়েছেন। আটক এক সাংবাদিকের আইনজীবি আমর-আল-দিব জানান, ৩০ মিনিটের শুনানি শেষে মামলাটি পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত এবং তাদের আপিল মঞ্জুর করেছেন। অপর আইনজীবি নেগাদ আল-বেরাই বলেন, শান্তিপূর্ণ সমাধানের আশা করছি। আদালত চাইলে তাদের আজই মুক্তি দিতে পারে। আশা করা হচ্ছে, মামলাটি পুনঃতদন্ত আগামী এক মাসের মাঝে শুরু হবে। আলজাজিরার তিন সাংবাদিকের কারাদণ্ড বাতিল, পুনঃতদন্তের নির্দেশ সাংবাদিক গ্রেসচে’র মা লুইস বলেন, আদালতের রায়ে তার আকাঙ্খা পূরণ হয়নি। আদেল ফাহামি, মোহম্মদ ফাহামির ভাই জানান, তিনি আশা করেন তার ভাই আজকেই মুক্তি পাবে। যদিও তিনি অভিযোগ করেন যুক্তি উপস্থাপনের জন্য তাদের আইনজীবি মাত্র ৩০ মিনিট সময় পেয়েছেন। যেটা প্রয়োজনের তুলনায় খুবই কম। তবে এ বিষয়ে মিশরের সরকার কোনো মন্তব্য করেনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়