নিজস্ব প্রতিবেদক:
শনিবার রাতে কানাইঘাট মুশাহীদ সেতুর বাইপাস সড়কের নন্দিরাই নামক স্থানে মালামাল আনলোড করার সময় মুখোশধারী ৪/৫জনের একটি দুর্বৃত্ত চক্র একটি ট্রাকে কয়েকটি ঢিল ছুড়ে। এসময় গাড়ীর গ্লাস ভাংচুর করে তারা। এ ঘটনায় কানাইঘাট থানা পুলিশ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (৪৫) কে শনিবার রাতে গ্রেফতার করেছে।
ট্রাকের চালক আলিম উদ্দিন (৪০) বাদী হয়ে গ্রেফতারকৃত মিজানুর রহমান, ছাত্রদল নেতা মুশফিকুল হাসান কবির (২৫), ছাত্রদল কর্মী জবরুল (১৭), মেহেদি (১৬), উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক জাকারিয়া (২৮) কে আসামী করে থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছেন। থানার মামলা নং-০৭, তাং- ১০/০১/২০১৫ইং।
জানা যায়, পৌর সভার মহেষপুর গ্রামের আ’লীগ নেতা মাসুক আহমদের একটি ডিস্ট্রিক ট্রাক থেকে শনিবার রাত সাড়ে ১০টার দিকে নন্দিরাই গ্রামের হাজী করামত আলীর বাড়ীর পাশে পাথর আনলোড করছিল শ্রমিকরা। এ সময় ৪/৫জনের মুখোশধারী একদল দুর্বৃত্ত চক্র ৩টি মোটর সাইকেলে করে এসে আচমকা ট্রাকের সামনের গ্লাসে কয়েকটি ঢিল ছুড়ে মারে। এতে ট্রাকের গ্লাসের ক্ষতি সাধন হয়। ট্রাকের হেল্পার বিলাল আহমদ পাথর নিক্ষেপে আহত হন।
খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনার পরই পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে তার পৌর শহরস্থ ভাড়াটিয়া বাসা থেকে পুলিশ আটক করে রোববার আদালতে সোপর্দ করেছে।
এদিকে ট্রাক ভাংচুরের ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী জড়িত নয় বলে দলের উপজেলা শাখার সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ জানিয়েছেন।
তারা বলেছেন, যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তাদের মধ্যে ২জন স্কুল পড়ুয়া কিশোর এবং কেউই ঘটনার সাথে নিম্নতম জড়িত নয়। রাজনৈতিক হয়রানী করার জন্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে গ্রেফতার ও ছাত্রদলের নেতাকর্মীদের জড়ানো হয়েছে।
এদিকে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে সিলেট বিভাগের বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে কানাইঘাটে কোথাও মিছিল হয়নি। জনজীবন স্বাভাবিক ছিল। তবে দুরপাল্লার যানবাহন চলাচল করেনি। বিএনপি নেতৃবৃন্দের অভিযোগ একের পর এক দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সাজানো মামলা দায়ের এবং পুলিশি হয়রানীর কারনে তারা রাজপথে বের হতে পারছেন না।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়