কানাইঘাট নিউজ ডেস্ক:
নাসার কেপলার স্পেস টেলিস্কোপ সৌরজগতের বাইরে খুঁজে পেয়েছে এমন ৮টি গ্রহ, যাদের সাথে রয়েছে পৃথিবীর সাদৃশ্য।
এরা নিজেদের তারকার সাথে এমন দূরত্বে রয়েছে যে তাতে তরল পানি এমনকি প্রাণের উপস্থিতিও থাকতে পারে।
এসব গ্রহ রয়েছে “গোল্ডিলকস জোন”এ। গোল্ডিলকস জোন হলো ওই গ্রহের সাথে তার তারকার এমন দূরত্ব যাতে সেখানে প্রাণের সম্ভাবনা থাকতে পারে। এই ৮টি গ্রহের মাঝে ২ টির সাথে পৃথিবীর বিশেষ মিল পাওয়া যায়। এদের নাম হলো Kepler-438b এবং Kepler-442b।
এযাবতকালে প্রাপ্ত এক্সোপ্ল্যানেটগুলোর মাঝে এদের সাথেই পৃথিবীর সাদৃশ্য সবচাইতে বেশি। দুটো গ্রহই আলাদা আলাদা রেড ডোয়ার্ফ তারকাকে প্রদক্ষিণ করছে। এসব তারকা সূর্যের চাইতে তুলনামূলকভাবে ছোট এবং শীতল।
এসব গ্রহ আসলে মানুষের বসবাসের উপযোগী নাও হতে পারে। কিন্তু তার সম্ভাবনা আছে ঠিকই। ২০০৯ সাল থেকে শুরু করে কেপলার এখন পর্যন্ত এমন ১,০০৪টি গ্রহ খুঁজে পেয়েছে।
Kepler-438b পৃথিবী থেকে ৭০ আলোকবর্ষ দূরে অবস্থিত। আর এটি প্রতি ৩৫ দিনে নিজের তারকার চারপাশে একবার ঘুরে আসে। এর ব্যাস পৃথিবীর চাইতে ১২ শতাংশ বেশি। এই গ্রহটি পাথুরে হবার সম্ভাবনা ৭০ শতাংশ। আর পৃথিবীর তুলনায় এটি ৪০ শতাংশ বেশি আলো পায়।
Kepler-442b গ্রহটি হলো ১,১০০ আলোকবর্ষ দূরে। এটি পৃথিবীর তুলনায় এক-তৃতীয়াংশ বড়, আর ১১২ দিনে এর বছর হয়। এই গ্রহটাও পাথুরে হবার ৬০ শতাংশ সম্ভাবনা আছে। এখানে মনুষ্য বসবাসের উপযোগী পরিবেশের সম্ভাবনা ৯৭ শতাংশ।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়