Sunday, January 18

উজিরপুরে ট্রাকে আগুন, হেলপার নিহত


কানাইঘাট নিউজ ডেস্ক: বরিশালে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছেন মো. সোহাগ (১৮) নামে ট্রাকের এক হেলপার। জেলার উজিরপুর উপজেলার বামরাইলে রোববার সকাল সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি ফরিদপুর জেলার নগরকান্দার শংকরপাশা গ্রামের বাসিন্দা। বরিশালের পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল নামক স্থানে হরতাল সমর্থকরা পেট্রোল বোমা বা এ জাতীয় কিছু ছুঁড়ে ট্রাকে আগুন দেয়। এ সময় ট্রাকটি খাদে পড়ে আগুন ধরে গেলে এর হেলপার মো. সোহাগ পুড়ে মারা যান। এছাড়া চালক আহত হন। আহত অবস্থায় তিনি গৌরনদীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অগ্নিকাণ্ডে ভাইবোন পরিবহণের ট্রাকটি (ফরিদপুর-ট-১১-০১৮৯) সামনের অংশ পুড়ে যায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এসপি। তবে এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়