কানাইঘাট নিউজ ডেস্ক:
গত কয়েকদিন ধরে সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী হাউথি গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই চলছে। এরই মাঝে গতকাল বৃহস্পতিবার ইয়েমেনের প্রেসিডেন্ট আবেদ রাব্বো মনসুর হাদি পদত্যাগ করছেন।
গত মঙ্গলবার যুদ্ধবিরতি ভঙ্গ করে বিদ্রোহীরা প্রেসিডেন্টের ব্যক্তিগত বাসভবনে হামলা চালায়। দু’দিন আটক থাকার পর হাদি পদত্যাগ করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবারই শিয়াপন্থী হাউথি গোষ্ঠী ও প্রেসিডেন্টের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়। চুক্তিতে স্থির হয়, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে হাউথিদের নিয়োগ করা হবে।
হাউথিরা রাষ্ট্রপতি ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন ও একটি মিসাইল ঘাঁটি থেকে তাদের যোদ্ধাদের সরিয়ে নিতে সম্মত হয়েছিল। শুধু তাই নয়, প্রেসিডেন্টের চিফ অব স্টাফকেও মুক্তি দিতে রাজি হয়েছে তারা। এরপরই বৃহস্পতিবার রাতে প্রেসিডেন্টের পদ থেকে ইস্তফা দেন হাদি।
হাদির উপদেষ্টা সুলতান আল-আটওয়ানি জানিয়েছেন, হাউথিদের পক্ষ থেকে ক্রমাগত চাপ এবং হুমকি সহ্য করতে না পেরেই হাদি পদত্যাগ করেছেন।
তিনি আরও জানিয়েছেন, আগামী রবিবার পার্লামেন্টে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়