Saturday, January 17

বিবৃতি প্রত্যাহার করে নিলেন রিজভী


ঢাকা: গণমাধ্যমে বিবৃতি পাঠানোর পর সেটি আবার বিবৃতি দিয়েই প্রত্যাহার করে নিয়েছে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে থেকে ২০ দলীয় জোটের পক্ষে একটি বিবৃতি দেয়া হয়। সে বিবৃতিতে গতকাল রংপুরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও র‌্যাব ডিজির ‘রাজনৈতিক’ বক্তব্যের নিন্দা জানানো হয়। একই বিষয়ে বিবৃতি দিয়েছিলেন রিজভী। পরে বিষয়টি জানতে পেরে তিনি আরেকটি বিবৃতি দিয়ে তার বিবৃতিটি প্রত্যাহার করেন। তিনি বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পক্ষ থেকে আজ বিএনপি চেয়ারপার্সন এর গুলশানস্থ কার্যালয় থেকে একটি বিবৃতি গণমাধ্যমে পাঠানো হয়েছে। সুতরাং একই বিষয়ে আমার স্বাক্ষরিত গণমাধ্যমে আজকের প্রেরিত বিবৃতিটি প্রত্যাহার করে নিলাম। উল্লেখ্য, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালন করতে দেয়নি সরকার। ৪ জানুয়ারি থেকেই গুলশানে নিজ কার্যালয়ে অবরুদ্ধ আছেন খালেদা জিয়া। বিএনপির অপরাপর নেতাদের মধ্যে মির্জা ফখরুলসহ অনেকেই কারাগারে। কেউ গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে। তাদের ওপর তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি চলছে বলেও জানা যাচ্ছে। তারা কেউ কারো সঙ্গে নির্বিঘ্নে যোগাযোগও করতে পারছেন না। এদের মধ্যে গত ৩ জানুয়ারি রাতে রিজভীকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। এরপর তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হলেও পরে তিনি সেখান থেকে পালিয়ে যান। এখন অজ্ঞাত স্থান থেকে গণমাধ্যমে বিবৃতি পাঠাচ্ছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়