কানাইঘাট নিউজ ডেস্ক:
পেশোয়ারের স্কুলে নারকীয় শিশুমেধের ব্যাপারে পাঁচজন গ্রেফতার হল আফগানিস্তানে। একথা জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। এরা সবাই বিদেশি। ১৬ ডিসেম্বর সেনা পরিচালিত স্কুলে তালিবানের পড়ুয়াদের নির্বিচার হত্যাকাণ্ডে এরা সমর্থন জুগিয়েছিল বলে জানা গিয়েছে।
আফগান কর্তারা জানিয়েছেন, আফগানিস্তান, পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায় গত কয়েক সপ্তাহে গ্রেফতার করা হয়েছে এদের।
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে বৈরিতা বহাল থাকলেও বর্তমান প্রেক্ষাপটে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গভীর করার শপথ নিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। সেই প্রেক্ষাপটেই স্কুলে নারকীয় হত্যালীলার ২৪ ঘণ্টার মধ্যেই পাক সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহিল শরিফ কাবুল চলে গিয়েছিলেন সীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় গভীর বোঝাপড়া গড়ে তোলার লক্ষ্যে গনির সঙ্গে আলোচনা করতে। পশ্চিমী কূটনীতিক ও সামরিক অফিসাররা বলছেন, পেশোয়ার হামলার পর কাবুল ও ইসলামাবাদের মধ্যে যে সহযোগিতা চোখে পড়ছে, তা এককথায় অভূতপূর্ব।
কিন্তু এতদিন দু'দেশ একে অপরকে অন্যের ভূখণ্ডে সন্ত্রাসবাদীদের মদত দেওয়া, লালনপালনের অভিযোগে দায়ী করে এসেছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়