ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে এখনও ৫০ রোগী চিকিসাৎধীন রয়েছেন। এদের মধ্যে আগামীকাল মঙ্গলবার আটজন রোগী ছাড়া পাবেন।
সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কনফারেন্স রুমে সাংবাদিকদের এ তথ্য জানান, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের অধ্যাপক ডা. সাজ্জাদ খোন্দকার।
দেশের চলমান রাজনৈতিক সহিংসতায় আগুনে পোড়া রোগীদের সম্পর্কে নানা ধরনের তথ্য দেন তিনি।
তিনি জানান, এখন পর্যন্ত ছয়জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা উন্নত হয়েছে। তাদের শিগগিরই আইসিইউ থেকে ওয়ার্ডে নেওয়া হবে।
হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার অপেক্ষায় থাকা রোগীরা হলেন- জয়নাল, টিটেন, শহিদুল, মোশাররফ, সালাউদ্দিন, রতœা ও তানভীর। এদের মধ্যে তানভীর যাত্রাবাড়িতে চলন্ত গাড়িতে পেট্রোল বোমা হামলার শিকার হওয়া ২৯ জনের মধ্যে একজন।
অধ্যাপক সাজ্জাদ খোন্দকার জানান, নূরে আলম ও নিরঞ্জন নামে দুইজনের অবস্থা সংকটাপন্ন। তাদের আইসিইউতে নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ সময় উপস্থিত ছিলেন, বার্ন ইউনিটের প্রকল্প পরিচালক অধ্যাপক আবুল কালাম, সমন্বয়কারী সামন্তলাল সেন ও আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল। এ ছাড়া উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ এর সরকার দলীয় সাংসদ গোলাম দস্তগীর গাজী।
তিনি বলেন, পেট্রল বোমায় যাত্রবাড়ীতে চলন্ত বাসে সহিংসতায় আগুনে পোড়া রোগীরা অধিকাংশ খেটে খাওয়া মানুষ। এই ধরনের নাশকতার সমালোচনা করে তিনি বলেন, আগুনে পোড়ানো রাজনীতি থেকে আমাদের সরে আসতে হবে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়