Saturday, January 17

বস্তি দূর করতে চান কেজরিওয়াল


কানাইঘাট নিউজ ডেস্ক: বিদ্যুৎ, পানির পর এবার বস্তি। ক্ষমতায় এলে দিল্লিতে বস্তিবাসীদের জীবন আমূল বদলে দেবেন কেজরিওয়াল। এমনই ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল শুক্রবার পূর্ব দিল্লির ত্রিলোকপুরি জনসভায় তিনি বলেন, “ক্ষমতায় এলে আমরা বস্তিবাসীদের জন্যে আবাসন তৈরি করে দেব। সেই সঙ্গে লিজে জমি পাওয়া মানুষদের জন্যে দাম কমিয়ে আমরা সেই জমিই তাদের মালিকানা দেব।” বিজেপিকে ‘বস্তি সৃষ্টিকারী’ আখ্যা দিয়ে কেজিরিওয়াল বলেন, “বিজেপির সরকার সাধারণ মানুষদের কথা ভাবে না। তাঁরা ক্ষমতায় এলে এ রাজ্যে বস্তির সংখ্যা বেড়ে যাবে।” বর্তমানে দিল্লির মোট জনবসতির ০.৬০ শতাংশ বস্তি অঞ্চল। আগামী ৭ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন ঘিরে ইতোমধ্যে সমস্ত রাজনৈতিক দল প্রচারে নেমেছে। সেই সব প্রচারেই উঠে এসেছে পানি, বিদ্যুৎ এর মত বিষয়গুলি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়