Sunday, January 18

শেষ হচ্ছে 'আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে'


বিনোদন ডেস্ক: শত পর্বে শেষ হচ্ছে চ্যানেল আইয়ের ধারাবাহিক নাটক আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। নাটকটি রচনা করেছেন আহসান আলমগীর। পরিচালনা করেছেন অভিনেতা মাহফুজ আহমেদ। এ প্রসঙ্গে আহসান আলমগীর বলেন, 'এক সময় জাতীয় রাজনীতির খারাপ দিকগুলো শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ধীরে ধীরে এ রাজনীতির ঢেউ গ্রামে এসে ধাক্কা লাগে। অশিক্ষিত মানুষের হাতে রাজনীতি চলে গেলে সেটি কতটা ভয়াবহ ও মর্মান্তিক হতে পারে, নাটকজুড়েই সেটি ফুটে উঠেছে।' আহসান আলমগীর নিজেও একটি চরিত্রে অভিনয় করেছেন। তার চরিত্রটি একজন খেয়া ঘাটের মাঝির। একজন অশিক্ষিত মাঝি এক সময় হয়ে ওঠে রাজনৈতিক কর্মী, কর্মী থেকে সন্ত্রাসী। উল্লেখ্য, নাট্যকার আহসান আলমগীরের রচনায় বর্তমানে নির্মাণে রয়েছে আরও চারটি ধারাবাহিক নাটক। নাটকগুলো হলো_ 'মন থেকে দূরে নয়', 'জ্যোতিষ টিপু সুলতান', 'চাঁদে অমাবশ্যা' ও 'রসগোল্লা'।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়