ঢাকা: আগামী ১৭ জানুয়ারি শনিবার রাজধানীতে শান্তি সমাবেশ করবে জাতীয় পার্টি। দেশে চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে ওই দিন বিকেল ৩টায় সমাবেশটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জাপা চেয়ারম্যান।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বৃহস্পতিবার এ কর্মসূচির কথা জানানো হয়েছে। জাপা চেয়ারম্যানের প্রেস সচিব সুনীল শুভ রায় বিবৃতিতে স্বাক্ষর করেছেন।
বিবৃতিতে এরশাদ বলেন, ‘দেশে চলমান সহিংস ও সংঘাতের রাজনীতির কারণে গোটা জাতি আজ আতঙ্কিত ও উৎকণ্ঠিত। একটি স্বাধীন সার্বভৌম দেশে রাজনীতির নামে এ ধরনের বর্বরতা ও নৃশংসতা চলতে পারে না। প্রতিহিংসামূলক রাজনীতির আগুনে আজ দেশের অর্থনীতি জ্বলছে, মানুষ পুড়ে মারা যাচ্ছে, এমনকি অবুঝ শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছে না।’
তিনি বলেন, ‘অবিলম্বে এ অসহনীয় পরিস্থিতির অবসান ঘটিয়ে দেশে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে হবে।’
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়