Saturday, January 10

কানাইঘাটে বিএনপি’র মিছিল


নিজস্ব প্রতিবেদক: টানা অবরোধ ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে আগামীকালকের সিলেটে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে কানাইঘাটে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার দুপুর ১২টায় মুশাহীদ সেতুর বাইপাস মোড়ে অবরোধের সমর্থনে পিকেটিং শেষে বিক্ষোভ মিছিলটি শান্তিপুর্ণভাবে পৌর শহর প্রদক্ষিণ করে পূর্ব বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শমসের আলম, সহসভাপতি মখলিছুর রহমান মেম্বার, ফখরুল মেম্বার, সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পদাক নুরুল হোসেন বুলবুল, বিএনপি নেতা নজরুল ইসলাম, হাজী কামাল আহমদ, নজরুল ইসলাম, আলা উদ্দিন, আব্দুন নুর, রাসিদুল হাসান টিটু, সেলিম আহমদ, শাহিক আহমদ, ফখর উদ্দিন, বখতিয়ার, শফিকুর রহমান মেনন, শ্রমিকদল নেতা জাকারিয়া, আবিদুর রহমান, শরিফ উদ্দিন, যুবদল নেতা ডালিম, স্বেচ্ছাসেবকদল নেতা ওয়াসিম, মোহাম্মদ আলী মেম্বার, ফারুক আহমদ, উপজেলা ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম, কাওছার আলম, মুশফিকুল হাসান, পৌর ছাত্রদলের সদস্য আমিনুল ইসলাম, আব্দুল বাছিত, আজমল হোসেন, আব্দুর রহমান, তাজুল, রিয়াজ, কাদির, আইশাম, আলামিন, ফয়সল প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়