Sunday, January 11

ইজতেমায় জকিগঞ্জের কলেজ ছাত্রের ইন্তেকাল; দাফন সম্পন্ন


কানাইঘাট নিউজ ডেস্ক: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা মাঠে জকিগঞ্জের “গুরুসদয় স্কুল এন্ড কলেজের” একাদশ শ্রেণীর ছাত্র আহমদ ছাদেক তাহের গতরাত ১২টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহী—–রাজিউন। বিরশ্রী ইউনিয়নের পূর্ব বড় পাথর গ্রামের সামছুল হকের পুত্র তাহের। চাচা ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমান উদ্দিন। মরহুমের প্রথম জানাযা ইজতেমা মাঠে ফজরের নামাজের পর অনুষ্ঠিত হয়। টঙ্গী থেকে নিজ বাড়িতে মৃতদেহ আনা হলে এক হৃদয় বিদারক দৃশ্যের বিদারক অবতারণা হয়। বাবা-মা, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব কান্নায় ভেঙ্গে পড়েন। আজ রোববার বেলা ২টায় বড়পাথর মাদ্রাসা মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তাঁর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জকিগঞ্জ জামে মসজিদের খতিব মুফতি আবুল হাসান, বিরশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুস ছাত্তার, সাবেক চেয়ারম্যান আব্দুস ছালাম চৌধুরী পানু, ইউনিয়ন আওয়ামী লীগের সভ্পাতি মো: ইউনুছ আলী মেম্বার, ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম উদ্দিন প্রমূখ। ---জকিগঞ্জ বার্তা ২৪ ডট কম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়