Monday, January 19

কাল ঢাকায় আসছেন মার্কিন সহকারী মন্ত্রী


ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী অ্যানি সি রিচার্ড কাল মঙ্গলবার বাংলাদেশ সফরে আসছেন। ২০ থেকে ২৩ জানুয়ারি তিনি বাংলাদেশ সফর করবেন। মূলত রোহিঙ্গা, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং দুইদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতেই রিচার্ড বাংলাদেশ সফর করবেন। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট গত বৃহস্পতিবার এক মিডিয়া নোটে এই তথ্য প্রকাশ করেছে। স্টেট ডিপার্টমেন্ট বলছে, সরকারের একাধিক প্রতিনিধি, বাংলাদেশে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং একাধিক বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধির সঙ্গে বাংলাদেশ সফরে সহকারী মন্ত্রী অ্যানি সি রিচার্ড বৈঠক করবেন। তিনি ঢাকার বাইরে কক্সবাজার সফর করবেন। কক্সবাজারে তিনি সরকারের জেলা প্রতিনিধি এবং স্থানীয় পর্যায়ের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি অনিবন্ধিত রোহিঙ্গা এবং নিবন্ধিত রিফিউজি শিবির পরিদর্শন করবেন। এ ছাড়া যে সকল প্রতিষ্ঠান রোহিঙ্গা এবং রিফিউজিদের মানবিক সহায়তা দিচ্ছে তিনি তাদের সঙ্গে বৈঠক করবেন। ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে সোমবার দুপুরে বলা হয়, বাংলাদেশে চার দিনের সফরে অ্যানি রিচার্ড বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের সঙ্গে, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, এনজিও এবং আন্তর্জাতিক এনজিও, ইউএনএইচসিআর, আইওএম এর আঞ্চলিক প্রতিনিধি এবং গণমাধ্যমের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি ঢাকায় বিস-এর একটি কনফারেন্সেও অংশ নেবেন এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। স্টেট ডিপার্টমেন্ট বলছে, বাংলাদেশে আসার আগে ১৯ জানুয়ারি পর্যন্ত সহকারী মন্ত্রী অ্যানি সি রিচার্ড প্রতিবেশি রাষ্ট্র মিয়ানমার সফর করছেন। সেখানে তিনি মিয়ানমারের রাখাইন স্টেট সফর করেন। মিয়ানমারের সরকারি প্রতিনিধি, রোহিঙ্গা ও রাখাইন জনগোষ্ঠীর প্রতিনিধি এবং একাধিক বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধির সঙ্গেও বৈঠক করেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্র-মিয়ানমার মানবাধিকার বিষয়ক সংলাপেও তিনি অংশ নেন। জানা গেছে, সহকারী মন্ত্রী অ্যান রিচার্ড ২০১২ সালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। রিচার্ড জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে ফরেন সার্ভিস বিষয়ে স্নাতক ও শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়