Sunday, January 18

জমিয়তে তালাবার কেন্দ্রীয় কাউন্সিল ২৪ জানুয়ারী


জমিয়তে উলামা বাংলাদেশ এর ছাত্র সংগঠন জমিয়তে তালাবা এর কেন্দ্রীয় কমিটির প্রথম কাউন্সিল ও কর্মী সম্মেলন আগামী ২৪ জানুয়ারি, সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, জমিয়তে উলামা কেন্দ্রীয় কমিটির সভাপতি আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, দেশের প্রবীণ রাজনীতিবিদ জমিয়তে উলামার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি অধ্য মাওঃ শফিকুল হক আমকুনী, সংগঠনের সহ সভাপতি আল্লামা মাহমুদুল হাসান শায়খে রায়গড়ী, আল্লামা শামসুদ্দীন, মাওঃ হিলাল আহমদ, কেন্দ্রীয় কমিটির মহা সচিব মাওঃ নজরুল ইসলাম তোয়াকুলী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওঃ ক্বারী হারুনুর রশিদ চতুলী, কেন্দ্রীয় নেতা এডভোকেট মুহাম্মদ আলী, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওঃ আবুল হোসাইন চতুলী সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। উক্ত সম্মেলনকে সফল ও সার্থক করে তোলার জন্য জমিয়তে তালাবার কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মাওঃ জয়নুল আবেদীন এবং সদস্য সচিব মাওঃ হারিছ উদ্দীন সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। (প্রেস বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়