Sunday, January 25

ভারত সফর শুরু করলেন বারাক ওবামা


আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রবিবার থেকে ভারত সফর শুরু করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, পারমানবিক শক্তি এবং সন্ত্রাসবাদ-দমন বিষয়ে আলোচনা করবেন বলে কথা রয়েছে। কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় প্রেসিডেন্ট ওবামাকে বহনকারী এয়ারফোর্স ওয়ানের ভারত পৌঁছানোর কথা রয়েছে। তিনি আগামীকাল সোমবার ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেবেন এবং ভারতীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেও কথা রয়েছে। মুম্বাই থেকে বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে নরেন্দ্র মোদির আমন্ত্রণ গ্রহণ করে প্রেসিডেন্ট ওবামা বিশ্বজুড়ে ভারতের ক্রমবর্ধমান প্রভাবকে স্বীকৃতি দিলেন।ভারত সফর শুরু করলেন বারাক ওবামা স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে মঙ্গলবার তাজমহল পরিদর্শনে যাবার কথা ছিল মি. ওবামার। কিন্তু নতুন বাদশাকে সম্মান জানাতে তার সৌদি আরব যাবার নতুন সফর-সূচী অন্তর্ভুক্ত হওয়ায় ওই পরিকল্পনা বাদ দেয়া হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়