Friday, January 23

নারীদের কর্মসংস্থানে সৌদিকে অনেক দূর এগিয়ে যেতে হবে


কানাইঘাট নিউজ ডেস্ক: সৌদি আরবের জাতীয় উন্নয়নে নারীরা যে ভূমিকা রাখছে তা তুলমামূলকভাবে একেবারেই কম। কিন্তু এটি নিয়মিত হারে বাড়ছে। দেশটিতে জাতীয় উন্নয়নে নারীদের আরও অন্তভুক্ত করতে দেশটিকে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। সৌদি আরব তাদের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী দেশ তথা গালফ কো-অপারেশন কাউন্সিলের সদস্যভুক্ত ছয়টি দেশের মধ্যে নারীদের কর্মস্থান সৃষ্টির ক্ষেত্রে একেবারে পিছিয়ে। এদিক থেকে প্রথম অবস্থানে রয়েছে কাতার। তাদের দেশে নারীদের কর্মসংস্থানের পরিমাণ ৫০.৮ শতাংশ। এরপর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, ওমান ও সৌদি আরব। এসব দেশে নারীদের কর্মসংস্থানের পরিমাণ যথাক্রমে ৪৬.৬ শতাংশ, ৪৩.৪ শতাংশ, ৩৯.৪ শতাংশ, ২৮.৬ শতাংশ ও ১৮.২ শতাংশ। খাদিজা বিনতে খুওয়াইলেদ সেন্টারের একটি গবেষণায় দেখা গেছে, দেশের উন্নয়নের ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ক্রমান্বয়ে বাড়ছে। সরকারের সহযোগিতামূলক নীতি ও শিক্ষায় নারীদের অগ্রগতি নারীদের এগিয়ে যেতে সহযোগিতা করছে। এসব কিছু নারীদের নেতৃত্ব বিকাশ ও পারিবারিক ব্যবসায় সফল হতে সাহায্য করছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়