ঢাকা : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদের প্রাইভেট কারে আগুন দিয়েছে দুবৃত্তরা। রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের দক্ষিণ পাশে ৮৬ নম্বর রোডে পার্কিং করা অবস্থায় গাড়িটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
সেখানকার দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানান, একটি মোটর সাইকেলে চড়ে চার দৃর্বৃত্ত এসে প্রাইভেট কারটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো-খ-১১/৯৪৭৯।
এসময় সাবিহ উদ্দিন আহমেদ চেয়ারপারসনের কার্যালয়ের ভেতরে অবস্থান করছিলেন।
এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আর ঘটনার জন্য দায়ী কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়