Sunday, January 18

ধামরাইয়ে বাসে আগুন, আটক ২


ঢাকার ধামরাইয়ে পোশাক কর্মীদের বহনকারী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে ধামরাইয়ের সুতিপাড়া নয়াডিঙ্গী এলাকার পোশাক কারখানা তারাসীমা গার্মেন্টসের বাসটিতে আগুন দেওয়া হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় রোববার ভোরে এক যুবদল নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার জানান, খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে তার আগেই বাসটি (ঢাকা মেট্রো-চ-১৭৮৪) পুড়ে যায়। তিনি জানান, এ ঘটনায় রোববার ভোরে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম আহম্মদ ও বিএনপি কর্মী সুরুজ আলীকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়