কথা উঠেছিল, ফেসবুক নাকি মানসিক চাপ বাড়ায়। এ নিয়ে বিস্তর আলোচনাও হয়েছে। অবশেষে গবেষকরা জানিয়েছেন, ফেসবুক ও টুইটারের মতো সামাজিক মিডিয়াগুলো মোটেও মানসিক চাপ বাড়ায় না।
তবে ভার্চুয়াল জগতের বন্ধুদের জীবনের নেতিবাচক আচরণের প্রভাব পড়ে অন্যদের ওপর।
ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ১ হাজার ৮০০ নাগরিকের ওপর এক জরিপ চালিয়ে মিলেছে এ তথ্য। আগে ধারণা করা হতো, সামাজিক মিডিয়াগুলো ব্যবহারকারীর ওপর মানসিক চাপ বাড়ায়। গবেষণাকারী প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের ওই গবেষণায় জানা গেছে, নিয়মিত টুইটার ও ইমেইল সেবা ব্যবহার করেন এবং সামাজিক মিডিয়ায় ছবি শেয়ার করেন যে সব নারী, তারা অন্যদের তুলনায় ২১ ভাগ কম মানসিক চাপে ভোগেন।
তবে এ ব্যাপারে রাটগার্স বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও 'সোশ্যাল মিডিয়া অ্যান্ড দ্য কস্ট অব কেয়ারিং' বইটির লেখক কিথ হ্যাম্পটন বলেন, সামাজিক মিডিয়াগুলোর মাধ্যমে ব্যবহারকারীরা একে অন্যের মানসিক অশান্তির বিভিন্ন কারণ সম্পর্কে সচেতন হয়ে ওঠেন। তার মতে, এ প্রক্রিয়া মানুষের জীবনের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে আরও বেদনাদায়ক করে তোলে এবং মানসিক চাপ সংক্রামক রূপ ধারণ করে।
-প্রযুক্তি ডেস্ক
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়