Friday, January 23

বাংলাদেশে কাল রাষ্ট্রীয় শোক সৌদি যাচ্ছেন রাষ্ট্রপতি


ঢাকা: সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এছাড়া বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক জানাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ কাল সৌদি আরবে যাচ্ছেন। শুক্রবার মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা এই তথ্য জানান। তিনি বলেন, রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে শনিবার সারা দেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে ধর্মীয় উপাসনালয়ে দোয়ার আয়োজন করা হবে। তবে অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কার্যক্রম চলবে। উল্লেখ্য, সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ (৯০) স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় মারা যান। নিউমোনিয়াজনিত সমস্যায় তিনি ডিসেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। নলের মাধ্যমে তার শ্বাস-প্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছিল। তার ভাই সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ নতুন বাদশাহ হয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়