Sunday, January 18

দাওয়াতে তাবলিগ


মাওলানা মুহাম্মদ ইয়াকুব কুতুবী খতিব, ইস্টার্ন বনবীথি জামে মসজিদ, বনশ্রী, ঢাকা। তাবলিগ আরবি শব্দ, অর্থ- অন্যের কাছে দ্বীনের দাওয়াত পেঁৗছানো। এ কাজ সব মুসলমানের জন্য 'ফরজে আইন'। আল্লাহ তায়ালা বলেন, 'আপনি আপনার পরিবার-পরিজনকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর ওপর অবিচল থাকুন। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না। আমিই আপনাকে রিজিক দিই এবং আল্লাহভীরুতার পরিণাম শুভ।' (সূরা ত্বহা-১৩২)। তাছাড়া 'তোমরাই হলে সর্বোত্তম উম্মত, মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের প্রেরণ করা হয়েছে। তোমরা সৎ কাজের নির্দেশ দান করবে ও অন্যায় কাজে বাধা দেবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে।' (সূরা আলে ইমরান : ১১০)। এ বিষয়ে নবী বলেন, 'আমার পক্ষ থেকে একটি কথা হলেও অন্যের কাছে পেঁৗছে দাও।' দ্বীনের দাওয়াত ও তাবলীগের পদ্ধতি সম্বন্ধে কাজের দায়িত্ব আমাদের ওপর দেয়া হয়েছে। এক্ষেত্রে নবী সাহাবিদের উদ্দেশে বলেছেন, 'তোমাদের সহজ ও বিনম্র আচরণ করার জন্য পাঠানো হয়েছে, কঠোর আচরণ করার জন্য পাঠানো হয়নি।' (বোখারি : ২২০)। এখন সাহাবায়ে কেরাম তো নেই, আমাদেরই আল্লাহ পাঠিয়েছেন বর্তমান প্রজন্মের জন্য। এভাবেই চলবে কেয়ামত পর্যন্ত। ওই আলোচনা দ্বারা দুইটি বিষয় জানতে পারলাম- প্রথমত, তাবলিগের কাজ নির্দিষ্ট কোনো পেশার সঙ্গে জড়িত নয়। সবারই কাজ, চাই সে আলেম, ডাক্তার, মাস্টার, চাকরিজীবী, ব্যবসায়ী, যে-ই হোক। দ্বিতীয়ত, মূলনীতি হলো, নম্রভাবে অন্যকে দাওয়াত দেয়া। কোরআন দ্বারাও এর প্রমাণ পাওয়া যায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়