Friday, January 2

গণতন্ত্রের বিজয় দিবস পালনে ব্যাপক প্রস্তুতি আ. লীগের


ঢাকা : ৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস পালনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকারি দল আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার বিকাল ৪টায় ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঢাকার সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করবে দলটি। আওয়ামী লীগের ঢাকা মহানগরের দলীয় সংসদ সদস্য এবং যেসব থানায় দলীয় সংসদ সদস্য নেই সেসব থানার সভাপতি ও সাধারণ সম্পাদকদের এই সভায় উপস্থিত হতে বলা হয়েছে। ৫ জানুয়ারি ঢাকায় ব্যাপক জনসমাগম ঘটানো, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে এবং কোন ধরনের নাশকতা যাতে না ঘটে সে বিষয়ে সাবধান থাকার মত বিষয়গুলো গুরুত্ব পাবে এ সভায়। এছাড়া দশ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস সফল করার বিষয়েও সভায় আলোচনা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়