নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানা পুলিশ আড়াই বছরের সাজাপ্রাপ্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার মামলা নং- জিআর ৫৫/০৪, এর আসামী উপজেলার ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপির বাউরভাগ পশ্চিম গ্রামের মৃত শফিকুল হকের পুত্র আনফর আলী (৫২), মৃত আইয়ুব আলীর পুত্র শামীম (৩০), তার ভাই কুতুব উদ্দিন (৩৮), মৃত নিছার আলীর পুত্র আজির উদ্দিন (৩৪) ও তার ভাই সিরাজ উদ্দিন (৪২) কে গত মঙ্গলবার রাতে তাদের নিজ বাড়ী থেকে গ্রেফতার করে পুলিশ। উক্ত গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী সহ পুলিশের একাধিক কর্মকর্তা। সাজাপ্রাপ্ত আসামীদের বুধবার পুলিশ আদালতের মাধ্যমে সিলেট বিভাগীয় জেল হাজতে প্রেরন করেছেন। প্রসঙ্গত যে সাজাপ্রাপ্ত আসামীদের প্রত্যেকের আড়াই বছর করে সাজার রায় হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়