ঢাকা: হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯ কেজি ২০০ গ্রাম স্বর্ণসহ এনামুল হক (৩৮) নামে এক যাত্রীকে আটক করেছে শুল্ক বিভাগের কর্মকর্তারা। রবিবার সন্ধ্যার দিকে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়।
শুল্ক বিভাগের পরিদর্শক মোস্তফা জামাল বলেন, সন্ধ্যার দিকে দুবাই এয়ারলাইন্সের একটি বিমান শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক বিভাগের সদস্যদের সন্দেহ হলে তারা এনামুলের লাগেজে তল্লাশি চালায়। এ সময় ৮২ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা এসব স্বর্ণের ওজন ৯ কেজি ২০০ গ্রাম। আটকের পর তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়