বিনোদন ডেস্ক:
অনেক জল্পনা-কল্পনার পর বিয়ের পিঁড়িতে বসছেন কলকাতার খোকা বাবু খ্যাত অভিনেতা দেব। সম্প্রতি কলকাতায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দেব বিয়ের পরিকল্পনা প্রকাশ করেন। তিনি বলেন, 'আর হাতে মাত্র তিন বছর। এর মধ্যেই বিয়ের কাজটা শেষ করতে হবে।' কিছুদিন আগে টালিগঞ্জের আরেক অভিনেত্রী শুভশ্রীর সঙ্গেও তার প্রেম এবং বিয়ে নিয়ে মুখরোচক আলোচনার প্রচলন ছিল। কিন্তু সেই প্রেম কিংবা গুঞ্জনের অবসান ঘটে শুভশ্রী যখন অন্য আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে দেবের বর্তমান স্বপ্ন-সুন্দরীটা কে_ সেটা নিয়ে এখন চলছে নানা গুঞ্জন। পাত্রী নিয়ে ধোঁয়াশা থাকলেও দেব নাকি বিয়ের দিনক্ষণও ঠিক করে ফেলেছেন। এমন তথ্যের জোগান দিয়েছে নাকি দেবের ঘনিষ্ঠ একটি সূত্র। পাত্রী সম্পর্কে দেব মুখ না খুললেও টালিগঞ্জের নবাগতা চিত্রনায়িকা সায়ন্তিকার সঙ্গে নাকি প্রায়ই দেখা যাচ্ছে দেবকে। রবি কিনাগির 'হিরোগিরি' ছবিতে তারা একসঙ্গে অভিনয়ও করছেন। এ ছবির 'কে তুই বল' শিরোনামের একটি গানের চিত্রায়ণে নাকি তারা বেশ অন্তরঙ্গও হয়েছেন। অনেকের ভাবনা, তাহলে কি দেব এ গানের শুটিংয়ের সময়েই সায়ন্তিকার গলায় প্রেমের মালা পরিয়েছেন। এমন গুঞ্জনও টালিউডের বাতাসে বাতাসে ছড়িয়ে যাচ্ছে। তবে ঘটনার সত্যতা জানতে দেবের ঘোষণার জন্য অপেক্ষা তো করতেই হবে সবাইকে। কলকাতা টুয়েন্টিফোর
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়