ঢাকা: সাংবিধানিক প্রক্রিয়া সমুন্নত রেখে গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখার চ্যালেঞ্জ নিয়ে বর্তমান সরকার দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ। গতকাল সোমবার বিকালে দশম সংসদের পঞ্চম অধিবেশনে স্বাগত ভাষণে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি সংসদে দায়িয়ে এক ঘন্টা ১৫ মিনিট ভাষন দেন।
বছরের শুরুর সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি বলেন, দেশে নাশকতামূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে এসেছে এবং জনজীবনেও স্বস্তি ফিরেছে। রাজনৈতিক অস্থিরতায় আন্দোলনের নামে কতিপয় রাজনৈতিক দলের জ্বালাও পোড়াও, ভাংচুর, অগ্নিসংযোগ ও খুন-জখমসহ ধ্বংসাত্মক কার্যকলাপের মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করে। সরকারের দক্ষ পরিচালনায় সারাবিশ্বে বাংলাদেশ আজ উদীয়মান অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে পরিচিত। গণতন্ত্রের বিকাশ, আইনের শাসন সুদৃঢ়করণ এবং সামাজিক শান্তি ও অর্থনৈতিক সমৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গণতন্ত্রের ধারাবাহিক চর্চা ও অনুশীলন জাতির বিভিন্নমুখী সমস্যার সমাধান দিতে সক্ষম এ বিশ্বাস সরকারের সকল কার্যক্রমে প্রতিফলিত হয়েছে।
তিনি বলেন, রুপকল্প-২০২১ উন্নয়নের পথে সকল প্রতিবন্ধক অপসারণের একটি উৎকৃষ্ট মডেল। দিনবদলের সনদের ভিত্তিতে প্রণীত প্রেক্ষিত পরিকল্পনা ও ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন এবং এ কার্যক্রম জনগনের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের ফলে আর্থ-সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যমা আয়ের দেশে পরিণত হবে। রাষ্ট্র্র ও সমাজের সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ এবং জনগণের সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে এসব লক্ষ্য অর্জন সম্ভব বলে আমি বিশ্বাস করি।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সমস্যা নিরসনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন এবং জাতির অগ্রযাত্রার স্বপ্ন ও আকাঙ্খাকে বাস্তব রুপ দিতে সর্বাত্মক উদ্যোগ নিয়েছে। সংসদ সকল কর্মকান্ডের কেন্দ্রবিন্দু। এই প্রেক্ষাপটে আমি সরকারি ও বিরোধী দল নির্বিশেষে সকলকে জনগনের আকাঙ্খা পূরণের প্রতিষ্ঠান জাতীয় সংসদে গঠণমূলক ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাই।
তিনি বলেন, অতীতের ব্যবস্থাপনা ও দক্ষতা কাটিয়ে উঠে ক্ষুধা দারিদ্র ও শোষণমুক্ত দেশ গড়তে মহাজোট সরকার গত মেয়াদে নিরন্তর প্রয়াস চালিয়েছে। তারই ধারাবাহিকতায় বর্তমান সরকার উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। দেশে সুশাসন এবং আর্থ-সামাজিক উন্নয়নের গতি তরান্বিত করতে সরকার আন্তরিকতার পরিচয় দিয়েছে। গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান রাষ্ট্রপতি।
সোয়া এক ঘন্টার বক্তব্যে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, বর্তমান সরকার সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যমাত্রা এবং রুপকল্প-২০২১এর সঙ্গে সঙ্গতি রেখে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টিখাতে ব্যপক কার্যক্রম গ্রহণ করেছে। শিক্ষাখাতে ব্যপক কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
তিনি আরও বলেন, অর্থনীতির সকল সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি সাধনের পাশাপাশি সরকার দেশের আইনের শাসন প্রতিষ্ঠায় সর্বাত্মক উদ্যোগ ও সুদৃঢ় পদক্ষেপ নিয়েছে। গত মহাজোট সরকারের গৃহিত কার্যক্রমের ধারাবাহিকতায় বর্তমান সরকার তার লক্ষ্য পূরণের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশের মাটি থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়