ঢাকা:হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি প্লেনের কার্গো হল থেকে ১৪ কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও শুল্ক বিভাগের কর্মকর্তারা।
বুধবার বিকাল ৪টার দিকে যৌথ অভিযান চালিয়ে এসব স্বর্ণ জব্দ করা হয়।
শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার মো. জিয়া উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই থেকে আসা একটি ফ্লাইট (নম্বর-বিজি ০৪৮) বিকাল ৩টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গোপন সংবাদের ভিত্তিতে ওই প্লেনের কার্গো হলে অভিযান চালানো হয়। সেখানে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় ১২০টি সোনার বার জব্দ করা হয়। এসব বারের ওজন প্রায় ১৪ কেজি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়