Monday, January 5

পুরান ঢাকায় হাত বোমা ও পেট্রোলসহ চারজন গ্রেপ্তার


ঢাকা: পুরান ঢাকার ওয়ারী থানার সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে থেকে হাত বোমা ও পেট্রোলসহ চারজনকে গ্রেপ্তার করেছে ওয়ারী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ইব্রাহিম মাসুদ খান (২৩), অপু ইসলাম (২০), মো. শফিউল ইসলাম (২০) ও ইব্রাহিম আল ইমরান (২২)। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদেরকে নাশকতার পরিকল্পনায় লিপ্ত অবস্থায় গ্রেপ্তার করা হয়। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) রুপ কুমার বলেন, সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে থেকে সোমবার দুপুর সাড়ে ১২টার সময় নাশকতার পরিকল্পনা করার সময়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে পেট্রোল ও হাত বোমা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়