Sunday, January 25

জননিরাপত্তায় গুলি করতে দ্বিধা নেই বিজিবির


রংপুর: বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ আবারো বলেছেন, আত্মরক্ষা ও জনগণের জানমাল রক্ষায় প্রয়োজনে বিজিবি গুলি করতেও দ্বিধাবোধ করবে না। তিনি বলেন, নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া বিজিবির কর্তব্য। রবিবার সকালে বিজিবি উত্তর পশ্চিম রিজিয়ন সদর দপ্তর রংপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় বিজিবি মহাপরিচালক আরো বলেন, বর্তমানে দেশের ক্রান্তিকালে মানুষের জানমাল নিরাপত্তা দিতে র‌্যাব, পুলিশের পাশাপাশি বিজিবি কঠোরভাবে পরিশ্রম করে যাচ্ছে। তিনি বলেন, বাংলাবান্ধা থেকে তেঁতুলিয়া পর্যন্ত মহাসড়কে যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন পারাপারে দিনরাত কাজ করছে বিজিবি। সারাদেশে বিচ্ছিন্ন ঘটনায় এখন পর্যন্ত বিজিবির হাতে কোন মানুষ খুন হয়নি। এধরনের ঘটনায় মামলাও হয়নি। এর আগে বিজিবি মহাপরিচালক, রংপুর রিজিয়নের নবনির্মিত অফির্সাস কোয়াটার, এসএম ব্যারাক, অফিস বিল্ডিং ও বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। পরে দুপুরে তিনি সৈনিক অফিসার্সদের অংশগ্রহণে দরবার অনুষ্ঠানে অংশ নেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়