Friday, January 16

তিন উইকেটে জিতল অস্ট্রেলিয়া


ক্রীড়া ডেস্ক, কানাইঘাট নিউজ: ডেভিড ওয়ার্নারের ব্যাটে ভর করে তিনদেশীয় সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডকে তিন উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয় ওপেনার একাই সংগ্রহ করেছেন ১২৭ রান, যা ইংলিশদের বেঁধে দেওয়া টার্গের প্রায় অর্ধেক। ২৯ ইনিংসের দীর্ঘ খরার পর এটি ওয়ার্নারের প্রথম শতকও বটে। শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভার পেরোনোর আগেই সবকটি হারিয়ে সফরকারী ইংলিশ বাহিনী ২৩৪ রান সংগ্রহ করে। অস্ট্রেলিয় পেসার মিচেল স্টার্কের তোপে শুন্য রানে ফিরে যান ইংলিশ ওপেনার বেল এবং ওয়ান ডাউন ব্যাটসম্যান জেমস টেইলর। ৪৭ দশমিক ৫ ওভারে ইংলিশ ইনিংস গুটিয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ৪ উইকেট শিকারী ওই স্টার্কই। এছাড়া জেমস ফকনারও সাজঘরে ফিরিয়ে দিয়েছেন তিন ইংলিশকে। তিন উইকেটে জিতল অস্ট্রেলিয়া দলপতি এডুউন মরগান হাল না ধরলে হয়তো ইংল্যান্ডের সংগ্রহ তিন অংকের ঘরে পৌঁছতেই না। স্টার্কের বলে ফিরে যাওয়ার আগে তার সংগ্রহ ছিল ১২১। টি-টোয়েন্টির এই যুগে জর্জ বেইলী বাহিনীর জন্য ২৩৫ তেমন বড় টার্গেটই নয়। তাই অস্ট্রেলিয় দলের মারকুটে ওপেনার ওয়ার্নার বুঝি একটু রয়েসয়ে খেলার পরিকল্পনা এঁটেছিলেন। ইংলিশ পেসার ক্রিস ওকসের আঘাতে ওপাশে অস্ট্রেলিয় ব্যাটসম্যানরা আসা-যাওয়া করলেও অটল ছিলেন তিনি; তৃতীয় উইকেট জুটিতে স্টিভেন স্মিথের সাথে গড়েছেন ৮৭ রানের জুটি। ২২২ রানে ফিরে যাওয়ার আগে ওয়ার্নার ঘুচিয়েছেন ৩ বছরের সেঞ্চুরী খরা। সবমিলিয়ে ৬১ বল বাকি থাকতেই তিন উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে অসিরা। তবে প্রশংসার ফুলঝুড়ি জুটলেও ম্যাচসেরার খেতাব জুটেনি ওয়ার্নারের কপালে। কার্লটন মিড ওয়ানডে ট্রাইসিরিজের প্রথম ম্যাচে সেরা নির্বাচিত হয়েছেন ইংলিশ দলে কাঁপন ধরিয়ে দেওয়া ওই স্টার্কই। সিরিজের পরবর্তী ম্যাচে রোববার মেলবোর্নে ভারতের মুখোমুখি হবে স্বাগতিকরা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়