আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ:
যুক্তরাষ্ট্রের মধ্যবিত্ত জনগণের জীবনমানের উন্নয়নে কর আইনে ব্যাপক সংস্কারের প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কারণ তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র এখন আগের চেয়ে অনেক শক্তিশালী এবং দেশটির জন্যে মধ্যবিত্তের অর্থনীতি সবচেয়ে বেশি কার্যকর। এ সংস্কারের ফলে উচ্চবিত্তের কর বেড়েছে এবং এ নিয়ে শুরু হয়েছে অসন্তোষ। রাজনৈতিক মতভেদ দূরে ঠেলে আমেরিকানদের স্বার্থে কংগ্রেসকে ঐক্যবদ্ধভাবে কাজের আহবান জানালেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ভাষণে ওবামা বলেন, মাঝারি আয়ের আমেরিকানদের অর্থনীতির ভীত মোটামুটি মজবুত হয়েছে। এটি বড় ধরনের সাফল্য আমাদের সকলের। তবে, সকলকে আরো কঠোর শ্রম দিতে হবে এবং প্রশাসনকেও সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অবস্থা যত ভালো হবে, ততই সুসংহত হবে আমেরিকার অর্থনীতি। চলতি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মত আয়ের পথ সুগম রাখতে হবে এবং এটি হচ্ছে মধ্যম শ্রেণীর মানুষের জীবনমানের পরিমাপ। সে আলোকে স্বল্প আয়ের কর্মজীবী পরিবারের জন্যে কর কমানোর পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
রিপাবলিকানদের মতে, কর্মসফল মানুষের ওপর করের বোঝা বাড়ানো হলে তাদের কর্মপ্রয়াসকে নিরুৎসাহিত করা হবে। থমকে যাবে আমেরিকার অগ্রযাত্রা।
গত নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর মার্কিন আইনসভা এখন রিপাবলিকারদের পূর্ণ নিয়ন্ত্রণে। ওবামার নানা উদ্যোগ এবং সংস্কারের বিরোধিতা এখণ ওয়াশিংটনের চরম রাজনৈতিক বাস্তবতা। তারপরেও স্টেট অব ইউনিয়ন বক্তৃতায় ওবামা তার সাফল্যের কথা দৃঢ়তার সঙ্গে তুলে ধরেছেন।
ধসে পড়া মার্কিন অর্থনীতি পুনরুদ্ধারের কথা বলে ওবামা তার বক্তব্যে আমেরিকার ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য কমানোর আহ্বান জানিয়েছেন। এজন্যে কর আইনে গুরুত্বপূর্ণ সংস্কারের আহ্বান জানিয়েছেন। উচ্চবিত্তের ওপর মুনাফা করের হার বাড়ানোর প্রস্তাব করেছেন। সেই সঙ্গে বড় বড় ব্যাংক ও বাণিজ্য প্রতিষ্ঠানের ওপর করের হার বাড়ানো, কর্মজীবিদের ন্যূনতম মজুরি বাড়ানোর কথা। রয়েছে সীমত আয়ের মানুষের জন্য বর্ধিত কর সুবিধার ঘোষণা।
এশিয়ার বিভিন্ন দেশসহ আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্য সুবিধা সম্প্রসারণ এবং আমেরিকার বর্ধিত বিনিয়োগসহ অংশীদারত্ব বাড়ানোর আহ্বান করেন স্টেট অব ইউনিয়ন বক্তৃতায়।
এছাড়া সন্ত্রাসী হামলার প্রসঙ্গে তুলে ওবামা একতরফা ভাবে জঙ্গি হামলায় মুসলিম বিশ্বদের দোষারোপ করার সমালোচনাও করেন।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়