ঢাকা: বর্তমান রাজনৈতিক সংকটের সমাধানে আসতে হলে অবশ্যই দুইপক্ষকে কথা বলতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
শুক্রবার দুপুরে গুলশান ইউনাইটেড হাসপাতালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানকে দেখতে এসে তিনি এসব কথা বলেন।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, দেশে তীব্র রাজনৈতিক সংকট চলছে। এই সংকট সমাধানে আওয়ামী লীগ ও বিএনপিকে আলোচনায় বসতেই হবে। এর ব্যতয় ঘটলে ক্রমাগতভাবে সংকট বৃদ্ধি পাবে, যা রাজনীতির জন্য অশনি সংকেত।
বিএনপিকে ৫ জানুয়ারি সমাবেশের অনুমতি না দেয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপিকে সমাবেশের অনুমতি দিলে রাষ্ট্রের কোন ক্ষতি হতো না। এরপর আওয়ামী লীগ কিন্তু ঠিক সমাবেশ করেছে।’
রিয়াজ রহমানের উপর আক্রমণকারীদের শনাক্ত করে তাদের বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানান তিনি।
তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষপটে রিয়াজ রহমানের উপর আক্রমণ সন্দেহজনক। এই সন্দেহকে উড়িয়ে দেওয়া যায় না।
রিয়াজ রহমানের বর্তমান শারীরিক অবস্থার কথা তুলে ধরে বি চৌধুরী বলেন, রিয়াজ রহমানের চিকিৎসা ভালো মত চলছে এবং তিনি বর্তমানে কিছুটা সুস্থ আছেন।
খবর বিভাগঃ
রাজনীতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়