Sunday, January 11

রনবীর-ক্যাটরিনার বাগদান


বিনোদন ডেস্ক: পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে রনবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের প্রেমের সম্পর্ক। নতুন বছরের শুরুতেই নাকি তাদের এ সম্পর্ক পেল নতুন মাত্রা। উৎসবের এ সময়টাতেই এনগেজমেন্ট সেরে ফেলেছেন রনবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ জুটি। ২৪ ডিসেম্বর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে লন্ডন গিয়েছিলেন ক্যাটরিনা। সে সময় তার সঙ্গে রনবীরও ছিলেন। শোনা যাচ্ছে, ছুটি কাটাতে গিয়ে এ তারকা জুটি নাকি দুজনের মায়ের ইচ্ছেতে লন্ডনে আংটি বদল করেছেন। তবে তা একেবারেই ঘরোয়া পরিসরে। সে সময় দুই পরিবারের কয়েকজন আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধবই শুধু উপস্থিত ছিলেন। রনবীরের বাবা-মা গিয়েছিলেন সেই অনুষ্ঠানে। তবে অনুষ্ঠানটির আয়োজন করে ক্যাটরিনার পরিবার। কলকাতা টুয়েন্টিফোর সেভেন

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়