Friday, January 2

গুলশানে আবাসিক হোটেলে আগুন; এক বিদেশিসহ আহত ৩


রাজধানীর গুলশানে আবাসিক হোটেল লেক ব্রীজে বৃহস্পতিবার রাতে আগুন লেগে এক বিদেশি নাগরিকসহ তিন জন আহত হয়েছে। আহতদের সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, আনুমানিক রাত ২টা নাগাদ হোটেলটির নিচতলার চেঞ্জরুমে আগুন লাগে। তবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন লাগার অল্প কিছুক্ষণের মধ্যে পুরো হোটেল ধোঁয়ায় ভরে যায়। হোটেলটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং বের হওয়ার আলাদা সিঁড়ি না থাকায় হোটেলে অবস্থানকারীরা আটকে পড়ে এবং ধোঁয়ায় অসুস্থ হয়। তিন ঘণ্টার চেষ্টায় ভোর পাঁচটায় ফায়ার সার্ভিস সবাইকে হোটেল থেকে উদ্ধার করে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়