নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে দারিদ্র বিমোচনের লক্ষে কৃষকদের মধ্যে অপ্রধান সষ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাত করন বিষয়ের উপর দ্বিতীয় পর্যায়ের ৫দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। এ উপলক্ষে গতকাল দুপুর ১২টায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল মোহাইমিন চৌধুরীর সভাপতিত্বে পরিদর্শন সাইফুল্লার পরিচালনায় পল্লী উন্নয়ন মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাতা প্রদান ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে ভাতা ও সনদ পত্র বিতরণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাফখাত রিয়াজ, হিসাব রক্ষণ কামাল পারভেজ ও মাঠকর্মী সুহেল রানা।
খবর বিভাগঃ
কৃষি বার্তা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়