Friday, January 9

সাপ্তাহিক জকিগঞ্জ-কানাইঘাটের ডাক সম্পাদকের বিবাহ অনুষ্ঠান; বিয়ে স্বারক “বুনন” মোড়ক উন্মোচন


কানাইঘাট নিউজ ডেস্ক: সাপ্তাহিক “জকিগঞ্জ-কানাইঘাটের ডাক” সম্পাদক সিলেট নগরীর লালদিঘি মার্কেটের আনোয়ারা পেপার এন্ড স্টেশনারীর মালিক মোর্শেদ লস্করের বিবাহ অনুষ্ঠান শুক্রবার দুপুরে কালিগঞ্জস্থ ফারহানা এন্ড আয়েশা সেন্টারে অনুষ্ঠিত হয়। বিবাহ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আহমদ, রাজনীতিক শুক্কুর লস্কর, মোস্তাক লস্কর, এম বাবর লস্কর, আব্দুল হান্নান তাপাদার, মরতুজা আহমদ চৌধুরী, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম এ মালেক চৌধুরী, সাধারণ সম্পাদক আবুল খায়ের চৌধুরী, পূবালী ব্যাংক ব্যবস্থাপক কবির আহমদ, কালেরকন্ঠ প্রতিনিধি আল মামুন, জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক এনামুল হক মুন্না, কানাইঘাট নিউজ ডটকমের সম্পাদক মাহবুবুর রশিদ, সাপ্তাহিক জকিগঞ্জ সংবাদ সম্পাদক রহমত আলী হেলালী, দৈনিক সিলেটের ডাক কানাইঘাটের নিজস্ব সংবাদদাতা জামাল উদ্দিন,দৈনিক সিলেট বাণীর কানাইঘাট প্রতিনিধি আব্দুন নূর,উত্তরপূর্ব প্রতিনিধি অপূর্ব পাল, নয়াদিগন্ত প্রতিনিধি সীমান্ত তরফদার মাসুদ, সাপ্তাহিক কানাইঘাটের ডাকের নির্বাহী সম্পাদক নিজাম উদ্দিন, ব্যবসায়ী ও সংগঠক মো: আমিনুর রশিদ আনিছসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিবাহ অনুষ্ঠানে মোর্শেদ আলম লস্কর বিয়ে স্বারক “বুনন” এর মোড়ক উন্মোচন করেন আগত অতিথিবৃন্দ। বিয়ে স্মারক “বুনন” সম্পাদনা করেন কানাইঘাট নিউজ ডটকমের সম্পাদক মাহবুবুর রশিদ। কনে হলেন মনসুরপুর গ্রামের মরহুম মস্তাক আহমদ চৌধুরীর কন্যা সহকারি শিক্ষিকা শুকরিয়া নূরানী চৌধুরী।
                                                                                    ----- জকিগঞ্জ বার্তা টুয়েন্টিফোর ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়