Thursday, January 1

হজ্ব ও ওমরাহ মেলা শুরু কাল


কানাইঘাট নিউজ ডেস্ক: আগামীকাল শুক্রবার থেকে হজ ও ওমরাহ মেলা শুরু। মেলা সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এই মেলার আয়োজন করেছে। এক সাংবাদিক সম্মেলনে হাব নেতারা এসব তথ্য জানান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সন্মেলন কেন্দ্রে এই মেলার উদ্বোধন করবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হাবের সভাপতি ইব্রাহিম বাহার লিখিত বক্তব্যে বলেন, হজ্ব ব্যবস্থাকে আধুনিকায়ন করতে মধ্যস্বত্বভোগী দালাল ও কাফেলামুক্ত হজ্ব ব্যবস্থায় আমরা কাজ করে যাচ্ছি। যাত্রীরা এই মেলা থেকে হজ্বের নিয়ম-কানুন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আগামী ৫ ফেব্রুয়ারি হজ্ব যাত্রীদের রেজিস্ট্রেশনের টাকা জমা এবং আগামী ১০ জুন হজ্ব প্যাকেজের পুরো টাকা পরিশোধ করতে হবে। বেসরকারিভাবে হজ্ব প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা। চট্রগ্রাম ও সিলেটেও হজ্ব মেলার আয়োজনের প্রস্তুতি চলছে। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এই মেলার উদ্বোধন করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়